Header Ads

Header ADS

খতিয়ে দেখা হচ্ছে ভুল প্রশ্নপত্র

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানের সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কয়েকটি কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা  নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গতকাল রাজধানীর বকশিবাজারে সরকারি মাদ্রাসা-ই-আলিয়ায় দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করার সময় তিনি এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, শনিবার বিভিন্ন জেলায় এসএসসি পরীক্ষা কেন্দ্রে প্রশ্ন বিতরণে ভুল ধরা পড়েছে। ২০১৮ সালের প্রশ্ন বিতরণ করা হয়েছে বলেও জানা গেছে। এসব বিষয়ে সংশ্লিষ্ট বোর্ড  চেয়ারম্যানের কাছে কারণ জানতে চাওয়া হয়েছে। আমাদের নজরদারি যেভাবে চলছিল তা অব্যাহত থাকবে। তিনি ভুল-ত্রুটি এড়িয়ে আরও সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানান। এসময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো.  সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আলমগীর, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান একেএম ছায়েফ উল্যা উপস্থিত ছিলেন

No comments

Powered by Blogger.